Korean Language

ㅎ উচ্চারণের সকল নিয়ম

ㅎ উচ্চারণের নিয়ম-১

ㅎ (হিউত) বাচ্ছিমের পরে যদি ㅇ ( ইয়ং ) থাকে, তাহলে হিউত এর উচ্চারণ হয় না।

যেমন: 좋아요 > 조아요 – জোহয়াইও থেকে জোয়াইও।

넣어요 > 너어요 – নহয়‌ইও থেকে নয়‌ইও।

놓아요 > 노아요 – নোহয়াইও থেকে নোয়াইও।

ㅎ উচ্চারণের নিয়ম-২ (ㅎ+ㄱ বা‌‌ ㄱ+ㅎ = ㅋ)

বাচ্ছিম ㅎ এর পরে‌ ㄱ অথবা বাচ্ছিম ㄱ এর পরে ㅎ আসলে ㅎ উচ্চারণ ‌হয়না‌ এবং ㄱ এর উচ্চারণ ㅋ এর মতো হয়।

উদাহরণ-১ (ㅎ+ㄱ=ㅋ)

어떻게 > 어떠케 – অত্তহগে থেকে অত্তখে।

উদাহরণ – ২ (ㄱ + ㅎ=ㅋ)

북한 > 부칸 – ফুকহান থেকে ফুখান।

ㅎ উচ্চারণের নিয়ম ৩ (ㅎ+ㄷ & ㄷ+ㅎ = ㅌ)

ㅎ বাচ্ছিমের পরে ㄷ আসলে ㅎ উচ্চারণ হয় না এবং ㄷ এর উচ্চারণ ㅌ এর মতো হয়।

যেমন:좋다 > 조타 – জোহদা থেকে জোথা।

আবার ㄷ বাচ্ছিমের পরে যদি ㅎ থাকে তাহলে ㅎ উচ্চারণ হয় না এবং হিউতের স্থলে দিগুত গিয়ে থিউতের মতো উচ্চারণ হয়।

যেমন:맏형 > 마텽 – মাতহিয়ং থেকে মাথিয়ং।

ㅎ উচ্চারণের নিয়ম ৪(ㅎ+ㅂ & ㅂ+ㅎ= ㅍ)

ㅎ বাচ্ছিমের পরে যদি ㅂ থাকে বা ㅂ বাচ্ছিমের পরে ㅎ থাকে তাহলে ㅎ উচ্চারণ হয়না এবং ㅂ এর উচ্চারণ ㅍ এর মতো হয়।

যেমন: 대답하다 > 대다파다 – থ্যাদাপহাদা থেকে থ্যাদাফাদা।

ㅎ উচ্চারণের নিয়ম ৫ (ㅎ+ㅈ & ㅈ+ㅎ = ㅊ)

ㅎ বাচ্ছিমের পরে যদি ㅈ থাকে বা ㅈ বাচ্ছিমের পরে ㅎ থাকে । তাহলে ㅎ ও ㅈ মিলে এর উচ্চারণ হয় ㅊ এর মতো‌।

যেমন: 그렇지만 > 그러치만 – খূরহ্জিমান থেকে খূরছিমান

ㅎ উচ্চারণের নিয়ম ৬ (ㅎ+ㅅ=ㅆㅅ+ㅎ= ㅌ)

বাচ্ছিম ㅎ এর পরে যদি ㅅ থাকে তাহলে ㅎ উচ্চারণ হয়না এবং ㅅ এর স্থলে ㅆ উচ্চারণ করতে হয়।

যেমন: 좋습니다 > 조씁니다 – জোহসূমনিদা থেকে জসসূমনিদা। (এখানে ㅂ বাচ্ছিমের পরে ㄴ আছে জন্য ㅂ এর উচ্চারণ ㅁ এর মতো হয়েছে)

ㅅ+ㅎ=ㅌ

বাচ্ছিম ㅅ এর পরে যদি ㅎ থাকে তাহলে ㅅ+ㅎ=ㅌ হয়। অর্থাৎ ㅅ ও ㅎ মিলে ㅌ উচ্চারণ করতে হয়।

যেমন: 못하다 > 모타다 – মোতহাদা থেকে মোথাদা।

ㅎ উচ্চারণের নিয়ম ৭ (ㅎ+ㄴ = ㄴ,ㄴ)

বাচ্ছিম ㅎ এর পরে যদি ㄴ থাকে তাহলে ㅎ এবং ㄴ দুটোকেই ㄴ উচ্চারণ করতে হয়।‌ ফলে দুইটা মিলে ন্ন হয়ে যায়।

যেমন: 좋나? > 존나? – জোহনা? থেকে জোন্না? বা ছোন্না?(ㅈ শব্দের শুরুতে ছ হয়)

ㄴ+ㅎ= ㄴ

বাচ্ছিম ㄴ এর পরে যদি ㅎ থাকে তাহলে ㅎ উচ্চারণ হয়না এবং ㄴ, ㅎ এর স্থলে আসে।

যেমন: 환하다 > 화나다 – হোয়ানহাদা থেকে হোয়ানাদা।

ㅎ উচ্চারণের নিয়ম ৮ (ㄹ+ㅎ=ㄹ)

ㄹ বাচ্ছিমের পরে যদি ㅎ থাকে তাহলে ㄹ বাচ্ছিম থেকে এসে ㅎ এর স্থলে বসে ।

যেমন: 말하다 > 마라다 – মালহাদা থেকে মারাদা

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *