কোরিয়ান বর্ণমালা
বাংলা ভাষার সাথে কোরিয়ান ভাষার অনেক মিল আছে। ফলে বাংলা ভাষাভাষীদের জন্য কোরিয়ান ভাষা শিক্ষা করা মোটামুটি সহজ বলা যায়।
বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ আছে, কোরিয়ান ভাষাতেও তেমনি স্বরবর্ণ এবং ব্যাঞ্জনবর্ণ আছে।
কোরিয়ান বর্ণমালা কতটি?
কোরিয়ান বর্ণমালা মোট ৪০ টি।
মৌলিক স্বরবর্ণ ১০ টি।
মৌলিক ব্যাঞ্জনবর্ণ ১৪ টি।
যুক্ত স্বরবর্ণ ১১ টি।
যুক্ত ব্যাঞ্জনবর্ণ ৫ টি।
কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ:
ㅓ- অ
ㅏ- আ
ㅣ- ই
ㅜ -উ
ㅡ – ঊ
ㅗ – ও
এই ছয়টি বর্ণের সাথে বাংলাবর্ণের হুবহু মিল।
এখন এই ছয়টির মধ্যে চারটি ( ㅓ, ㅏ, ㅜ, ㅗ) বর্ণের সাথে আরেকটি (-) যুক্ত করলে আরো চারটি নতুন বর্ণ তৈরি হবে। যথাঃ
ㅕ- ইঅ
ㅑ- ইআ
ㅠ – ইউ
ㅛ – ইও
তাহলে কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ হচ্ছে ১০ টি।
ㅓ- অ
ㅕ- ইঅ
ㅏ- আ
ㅑ- ইআ
ㅗ – ও
ㅛ – ইও
ㅜ – উ
ㅠ – ইউ
ㅣ- ই
ㅡ – ঊ

মজায় মজায় কোরিয়ান ভাষা শিখতে জয়েন করুন Learn With Funs (한국어) গ্রুপে।
কোরিয়ান ভাষার মৌলিক ব্যঞ্জনবর্ণ:
কোরিয়ান ১৪ টি ব্যঞ্জনবর্ণ নিম্নরূপ
গিইয়ক (ㄱ) গ/ক
নিউন (ㄴ) ন
দিগূত (ㄷ) দ/ত
রিঊল (ㄹ) র/ল
মিঊম (ㅁ) ম
বিঊপ (ㅂ) ব/প
সিওত (ㅅ) স/ত
ইঊং (ㅇ) ং
জিঊত (ㅈ) জ/ত
ছিঊত (ㅊ) ছ/ত
খিঊক (ㅋ) খ/ক
থিঊত (ㅌ) থ/ত
ফিঊপ (ㅍ) ফ/প
হিঊত (ㅎ) হ/ত
অর্থ্যাৎ ㄱ এই অক্ষরের নাম গিইয়ক এবং এতে বাংলার গ এবং ক এই দুটি অক্ষর হয়। এভাবে প্রতিটি অক্ষরের নাম এবং বাংলা কোন অক্ষরের সাথে মিল আছে সেটা দেওয়া হলো।

কোরিয়ান যুক্ত স্বরবর্ণ
কোরিয়ান ভাষায় যৌগিক বা যুক্ত স্বরবর্ণ ১১ টি। একটা স্বরবর্ণের সাথে আরেকটি স্বরবর্ণ যুক্ত হয়ে নতুন একটি স্বরবর্ণ তৈরি হয়েছে তাই এগুলো কে যুক্ত স্বরবর্ণ বলে। যেমন:
ㅏ (আ) এবং ㅣ(ই) একসাথে যুক্ত হয়ে ㅐ (য়্যা) হয়েছে।
ㅑ (ইআ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅒ (ইয়্যা) হয়েছে।
ㅓ (অ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅔ (এ/য়ে) হয়েছে।
ㅕ (ইঅ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅖ (ইয়ে) হয়েছে।
ㅗ (ও) এবং ㅏ (আ) যুক্ত হয়ে ㅗㅏ (ওয়া) হয়েছে।
ㅗ (ও) এবং ㅐ (য়্যা) যুক্ত হয়ে ㅗㅐ (ওয়্যা) হয়েছে।
ㅗ (অ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅗㅣ (ওয়ে) হয়েছে।
ㅜ (উ) এবং ㅓ (অ) যুক্ত হয়ে ㅜㅓ (উঅ) হয়েছে।
ㅜ (উ) এবং ㅔ (এ) যুক্ত হয়ে ㅜㅔ (উয়ে) হয়েছে।
ㅜ (উ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅜㅣ (উই) হয়েছে।
ㅡ (ঊ) এবং ㅣ (ই) যুক্ত হয়ে ㅡㅣ (ঊই) হয়েছে।
এই বর্ণ গুলো ইঊং (ㅇ) সহ লেখলে দেখতে ভালো লাগবে। যেমন:
애 – য়্যা
얘 – ইয়্যা
에 – এ/য়ে
예 – ইয়ে
와 – ওয়া
왜 – ওয়্যা
외 – ওয়ে (ওই হবে না)
워 – উঅ
웨 – উয়ে
위 – উই
의 – ঊই
এই হলো ১১ টি যুক্ত স্বরবর্ণ।মজায় মজায় কোরিয়ান ভাষা শিখতে চাইলে জয়েন করুন Learn With Funs (한국어) গ্রুপে।

কোরিয়ান যুক্ত ব্যঞ্জনবর্ণ
কোরিয়ান ভাষায় যৌগিক বা যুক্ত ব্যঞ্জনবর্ণ পাঁচটি।
ㄱ গিইয়ক, ㄷদিগূত, ㅂবিঊপ, ㅅ সিওত এবং ㅈ জিঊত এই পাঁচটি বর্ণ ডবল করে আরো নতুন পাঁচটি বর্ণ তৈরি হয়েছে। যথা:
ㄲ (সাংগিইয়ক) = ক
ㄸ (সাংদিগূত) = ত
ㅃ (সাংবিঊপ) = প
ㅆ (সাংসিওত) = শ/স্স
ㅉ (সাংজিঊত) = চ
