কোরিয়ান ভাষার কার সমূহ
কার কী?
কোরিয়ান ভাষার কার সমূহ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই কার বলে। যেমন বাংলায় আ-কার (া, ই-কার (ি) প্রভৃতি।
কোরিয়ান ভাষাতেও কার আছে তবে বাংলা ভাষার মতো কার সমূহের জন্য আলাদা চিহ্ন নেই।
যেমন বাংলাতে গা বানানে গ+া= গা
অর্থাৎ আ এর বদলে া আছে।
কিন্তু কোরিয়ান ভাষায় ㅏ এর কোন সংক্ষিপ্ত রুপ নেই।
তবে কোরিয়ান স্বরবর্ণ যখন কার হিসেবে বসে তখন শুধু বর্ণটই বসে। এবং যখন মূল বর্ণ হিসেবে বসে তখন এর সামনে ইঊং (ㅇ) বসে। যেমন :
아 = আ এবং ㅏ = া
이 = ই এবং ㅣ= ি
오 = ও এবং ㅗ = ো
우 = উ এবং ㅜ = ু
으 = ঊ এবং ㅡ = ূ
প্রভৃতি।
কোরিয়ান ভাষায় “গা” লেখব কিভাবে?
আমরা জানি গিইউক (ㄱ)=গ এবং আ (ㅏ া
ㄱ + ㅏ = 가 (গা)
ㄱ + ㅣ = 기 (গি)
ㄱ + ㅗ = 고 (গো)
ㄱ + ㅜ = 구 (গু)
ㄱ + ㅡ = 그 (গূ)
এখন যদি আগা লেখতে চাই তাহলে কিভাবে লেখবো?
ㅏ가 এটা ভুল। কারণ, ㅏ যখন আ হিসেবে বসে তখন ㅏ এর সামনে ইঊং (ㅇ) দিতে হয়। সুতরাং আগা এর সঠিক বানান 아가 হবে।
কোরিয়ান স্বরবর্ণ এবং কার সমূহ:
কোরিয়ান স্বরবর্ণ মোট ২১ টি।
১০ টি মৌলিক স্বরবর্ণ এবং ১১ টি যৌগিক বা যুক্ত স্বরবর্ণ। প্রত্যেকটি স্বরবর্ণের নাম, তাদের কার সমূহ এবং ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে কিভাবে উচ্চারণ হয় সেই সম্পর্কে আলোচনা করব।
ㅕ- ইঅ - িয়, যেমন 겨 = গিয়
ㅔ – এ – ে , যেমন 게 = গে
ㅖ – ইয়ে – িয়ে, যেমন 계 = গিয়ে
ㅏ – আ – া , যেমন 가 = গা
ㅑ – ইয়া – িয়া , যেমন 갸 = গিয়া
ㅐ – য়্যা – ্যা, যেমন 개 = গ্যা
ㅒ – ইয়্যা – িয়্যা, যেমন 걔 = গিয়্যা
ㅗ – ও – ো , যেমন 고 = গো
ㅛ – ইও – িও , যেমন 교 = গিও
ㅗㅏ – ওয়া – োয়া , যেমন 과 = গোয়া
ㅗㅐ – ওয়্যা – োয়্যা , যেমন 괘 = গোয়্যা
ㅗㅣ- ওয়ে – োয়ে, যেমন 괴 = গোয়ে
ㅜ – উ – ু, যেমন 구 = গু
ㅠ – ইউ – িয়ু, যেমন 규 = গিয়ু
ㅜㅓ- উঅ – ুয় , যেমন 궈 = গুয়
ㅜㅔ- উয়ে – ুয়ে, যেমন 궤 = গুয়ে
ㅜㅣ- উই – ুই , যেমন 귀 = গুই
ㅡㅣ- ঊই – ূই, যেমন 긔 = গূই
ㅣ – ই – ি , যেমন 기 = গি
ㅡ – ঊ – ূ, যেমন 그 = গূ
একই ভাবে ㄴ (নিঊন) এর সাথে স্বরবর্ণগুলো যুক্ত করে লিখি এবং পড়ি।
너 – ন
녀 – নিয়
네 – নে
녜 – নিয়ে
나 – না
냐 – নিয়া
내 – ন্যা
냬 – নিয়্যা
노 – নো
뇨 – নিও
놔 – নোয়া
놰 – নোয়্যা
뇌 – নোয়ে
누 – নু
뉴 – নিউ
눠 – নুয়
눼 – নুয়ে
뉘 – নুই
늬 – নূই
니 – নি
느 – নূ
এভাবে অন্য ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে আপনারাও অনুশীলন করতে পারে।
মজায় মজায় কোরিয়ান ভাষা শিখতে চাইলে জয়েন করুন Learn With Funs (한국어) গ্রুপে।
ㅏ | ㅑ | ㅓ | ㅕ | ㅗ | ㅛ | ㅜ | ㅠ | ㅣ | ㅡ | |
ㄱ | 가গা | 갸গিয়া | 거গ | 겨গিয় | 고গো | 교গিও | 구গু | 규গিউ | 기গি | 그গূ |
ㄴ | 나না | 냐নিয়া | 너ন | 녀নিয় | 노নো | 뇨নিও | 누নু | 뉴নিউ | 니নি | 느নূ |
ㄷ | 다দা | 댜দিয়া | 더দ | 뎌দিয় | 도দো | 됴দিও | 두দু | 듀দিউ | 디দি | 드দূ |
ㄹ | 라রা | 랴রিয়া | 러র | 려রিয় | 로রো | 료রিও | 루রু | 류রিউ | 리রি | 르রূ |
ㅁ | 마মা | 먀মিয়া | 머ম | 며মিয় | 모মো | 묘মিও | 무মু | 뮤মিউ | 미মি | 므মূ |
ㅂ | 바বা | 뱌বিয়া | 버ব | 벼বিয় | 보বো | 뵤বিও | 부বু | 뷰বিউ | 비বি | 브বূ |
ㅅ | 사সা | 샤সিয়া | 서স | 셔সিয় | 소সো | 쇼সিও | 수সু | 슈সিউ | 시সি | 스সূ |
ㅇ | 아আ | 야ইয়া | 어অ | 여ইয় | 오ও | 요ইও | 우উ | 유ইউ | 이ই | 으ঊ |
ㅈ | 자জা | 쟈জিয়া | 저জ | 져জিয় | 조জো | 죠জিও | 주জু | 쥬জিউ | 지জি | 즈জূ |
ㅊ | 차ছা | 챠ছিয়া | 처ছ | 쳐ছিয় | 초ছো | 쵸ছিও | 추ছু | 츄ছিউ | 치ছি | 츠ছূ |
ㅋ | 카খা | 캬খিয়া | 커খ | 켜খিয় | 코খো | 쿄খিও | 쿠খু | 큐খিউ | 키খি | 크খূ |
ㅌ | 타থা | 탸থিয়া | 터থ | 텨থিয় | 토থো | 툐থিও | 투থু | 튜থিউ | 티থি | 트থূ |
ㅍ | 파ফা | 퍄ফিয়া | 퍼ফ | 펴ফিয় | 포ফো | 표ফিও | 푸ফু | 퓨ফিউ | 피ফি | 프ফূ |
ㅎ | 하হা | 햐হিয়া | 허হ | 혀হিয় | 호হো | 효হিও | 후হু | 휴হিউ | 히হি | 흐হূ |
Koriean Langguage Learn