Korean Language
Blog Korean Language

কোরিয়ান ভাষার কার সমূহ

কার কী?

কোরিয়ান ভাষার কার সমূহ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই কার বলে। যেমন বাংলায় আ-কার (া, ই-কার (ি) প্রভৃতি।

কোরিয়ান ভাষাতেও কার আছে তবে বাংলা ভাষার মতো কার সমূহের জন্য আলাদা চিহ্ন নেই‌।

যেমন বাংলাতে গা বানানে গ+া= গা

অর্থাৎ আ এর বদলে া আছে।

কিন্তু কোরিয়ান ভাষায় ㅏ এর কোন সংক্ষিপ্ত রুপ নেই।

তবে কোরিয়ান স্বরবর্ণ যখন কার হিসেবে বসে তখন শুধু বর্ণটই বসে। এবং যখন মূল বর্ণ হিসেবে বসে তখন এর সামনে ইঊং (ㅇ) বসে। যেমন :

아 = আ এবং ㅏ = া

이 = ই এবং ㅣ= ি

오 = ও‌ এবং ㅗ = ো

우 = উ‌ এবং ㅜ = ু

으 = ঊ এবং ㅡ = ূ

প্রভৃতি।

কোরিয়ান ভাষায় “গা” লেখব কিভাবে?

আমরা জানি গিইউক (ㄱ)=গ এবং আ (ㅏ া

ㄱ + ㅏ = 가 (গা)

ㄱ + ㅣ = 기 (গি)

ㄱ + ㅗ = 고 (গো)

ㄱ + ㅜ = 구 (গু)

ㄱ + ㅡ = 그 (গূ)

এখন যদি আগা লেখতে চাই তাহলে কিভাবে লেখবো?

ㅏ가 এটা ভুল। কারণ, ㅏ যখন আ হিসেবে বসে তখন ㅏ এর সামনে ইঊং (ㅇ) দিতে‌ হয়। সুতরাং আগা এর সঠিক বানান 아가 হবে।

কোরিয়ান স্বরবর্ণ এবং কার সমূহ:

কোরিয়ান স্বরবর্ণ মোট ২১ টি।

১০ টি মৌলিক স্বরবর্ণ এবং ১১ টি যৌগিক বা যুক্ত স্বরবর্ণ। প্রত্যেকটি স্বরবর্ণের নাম, তাদের কার সমূহ এবং ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে কিভাবে উচ্চারণ হয় সেই সম্পর্কে আলোচনা করব।‌

ㅓ – অ – অ, যেমন 거 = গ

ㅕ- ইঅ‌ -‌ িয়, যেমন 겨 = গিয়

ㅔ – এ – ে , যেমন 게 = গে

ㅖ – ইয়ে – িয়ে, যেমন 계 = গিয়ে

ㅏ – আ – া ,‌ যেমন 가 = গা

ㅑ – ইয়া – িয়া ,‌ যেমন 갸 = গিয়া

ㅐ – য়্যা – ্যা, যেমন 개 = গ্যা

ㅒ – ইয়্যা – িয়্যা, যেমন 걔 = গিয়্যা

ㅗ – ও – ো , যেমন 고 = গো

ㅛ – ইও – িও , যেমন 교 = গিও

ㅗㅏ – ওয়া – োয়া , যেমন 과 = গোয়া

ㅗㅐ – ওয়্যা – োয়্যা , যেমন 괘 = গোয়্যা

ㅗㅣ- ওয়ে – োয়ে, যেমন 괴 = গোয়ে

ㅜ – উ – ু, যেমন 구 = গু

ㅠ – ইউ – িয়ু, যেমন 규 = গিয়ু

ㅜㅓ- উঅ – ুয় , যেমন 궈 = গুয়

ㅜㅔ- উয়ে – ুয়ে, যেমন 궤 = গুয়ে

ㅜㅣ- উই – ুই , যেমন 귀 = গুই

ㅡㅣ- ঊই – ূই, যেমন 긔 = গূই

ㅣ – ই – ি , যেমন‌ 기 = গি

ㅡ – ঊ – ূ, যেমন 그 = গূ

এক‌ই ভাবে ㄴ (নিঊন) এর সাথে স্বরবর্ণগুলো যুক্ত করে লিখি এবং পড়ি।‌

너 – ন

녀 – নিয়

네 – নে

녜 – নিয়ে

나 – না

냐 – নিয়া

내 – ন্যা

냬 – নিয়্যা

노 – নো

뇨 – নিও

놔 – নোয়া

놰 – নোয়্যা

뇌 – নোয়ে

누 – নু

뉴 – নিউ

눠 – নুয়

눼 – নুয়ে

뉘 – নুই

늬 – নূই

니 – নি

느 – নূ

এভাবে অন্য ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে আপনারাও অনুশীলন করতে পারে।

মজায় মজায় কোরিয়ান ভাষা শিখতে চাইলে জয়েন করুন Learn With Funs (한국어) গ্রুপে।

가গা갸গিয়া거গ겨গিয়고গো교গিও구গু규গিউ기গি그গূ
나না냐নিয়া너ন녀নিয়노নো뇨নিও누নু뉴নিউ니নি느নূ
다দা댜দিয়া더দ뎌দিয়도দো됴দিও두দু듀দিউ디দি드দূ
라রা랴রিয়া러র려রিয়로রো료রিও루রু류রিউ리রি르রূ
마মা먀মিয়া머ম며মিয়모মো묘মিও무মু뮤মিউ미মি므মূ
바বা뱌বিয়া버ব벼বিয়보বো뵤বিও부বু뷰বিউ비বি브বূ
사সা샤সিয়া서স셔সিয়소সো쇼সিও수সু슈সিউ시সি스সূ
아আ야ইয়া어অ여ইয়오ও요ইও우উ유ইউ이ই으ঊ
자জা쟈জিয়া저জ져জিয়조জো죠জিও주জু쥬জিউ지জি즈জূ
차ছা챠ছিয়া처ছ쳐ছিয়초ছো쵸ছিও추ছু츄ছিউ치ছি츠ছূ
카খা캬খিয়া커খ켜খিয়코খো쿄খিও쿠খু큐খিউ키খি크খূ
타থা탸থিয়া터থ텨থিয়토থো툐থিও투থু튜থিউ티থি트থূ
파ফা퍄ফিয়া퍼ফ펴ফিয়포ফো표ফিও푸ফু퓨ফিউ피ফি프ফূ
하হা햐হিয়া허হ혀হিয়호হো효হিও후হু휴হিউ히হি흐হূ

Share this post

One reply on “কোরিয়ান ভাষার কার সমূহ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *