কোরিয়ান শব্দ গঠন -২
কোরিয়ান শব্দ গঠন-১ থেকে আমরা জেনেছি যে খাড়া স্বরবর্ণ গুলো ব্যঞ্জনবর্ণের পাশে বসে (가) এবং আনুভূমিক স্বরবর্ণ গুলো ব্যঞ্জনবর্ণের নিচে বসে (고)আজকে আমরা কোরিয়ান ভাষার শব্দাংশ বা syllable গঠনের নিয়ম শিখব। কারণ, এক বা একাধিক শব্দাংশ বা syllable মিলেই একটি শব্দ তৈরি হয়। সুতরাং শব্দাংশ তৈরি করতে পারলেই শব্দ গঠন করা যাবে।
নিচের শব্দটি বিশ্লেষণ করা যাক।
한국어 (হানগুকঅ), এখানে তিনটি শব্দাংশ আছে। যথাঃ
한 (হান), 국 (গুক) এবং 어 (অ) অর্থাৎ কোনো শব্দাংশে যদি একটি ব্যঞ্জনবর্ণ, একটি স্বরবর্ণ এবং আরো একটি ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে,
প্রথমে ব্যঞ্জনবর্ণের পাশে (하) বা নিচে (구) স্বরবর্ণ বসাতে হবে। এরপর শেষের ব্যঞ্জনবর্ণটি নিচে বসাতে হবে। যেমন 하 এরপর ㄴ আছে, তাই 하 এর নিচে ㄴ বসবে। আবার 구 এরপর ㄱ আছে, তাই 구 এর নিচে ㄱ বসবে। অনেক শব্দাংশের শেষে দুইটা ব্যঞ্জনবর্ণ থাকে। সেই দুইটাই নিচে বসে। যেমন:
읽다 এই শব্দে দুইটি শব্দাংশ আছে। 읽 এবং 다এখানে 읽 এ, ব্যঞ্জনবর্ণ ㅇএর সাথে স্বরবর্ণ ㅣযুক্ত হয়েছে এবং পরে ㄹওㄱ দুটিই নিচে বসেছে। কারণ এটি একটি শব্দাংশের অন্তর্ভুক্ত।
সারাংশ: শব্দাংশের গঠনের জন্য প্রথমে ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করতে হবে। খাড়া স্বরবর্ণ পাশে এবং আনুভূমিক স্বরবর্ণ নিচে। এরপর যদি ঐ শব্দাংশে কোনো ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে সেটি নিচে বসাতে হবে। এভাবে পর পর শব্দাংশ বসিয়ে শব্দ গঠন করতে হবে।
কিছু উদাহরণ:
한 (হান) +국 (গুক) +어 (অ)= 한국어
사 (সা) +자 (জা) = 사자 (সা ও জা এর নিচে কিছু নাই তাই বসেনি)
먹(মক) + 다 (দা) = 먹다
읽 (ইক) +다 (দা) = 읽다
없 (অপ) + 다 (দা) = 없다
시 (সি) 장 (জাং) = 시장
মজায় মজায় কোরিয়ান ভাষা শিখতে চাইলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে Learn With Funs (한국어)