কোরিয়ান ভাষায় শব্দ গঠন-১
কোরিয়ান ভাষায় শব্দ গঠন: কোরিয়ান ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলে শব্দ গঠিত হয়। বাংলা ভাষাতে স্বরবর্ণ ছাড়াও শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ দিয়ে কিছু শব্দ গঠন করা যায়। যেমন বক, নয়ন ইত্যাদি।
কিন্তু কোরিয়ান ভাষাতে স্বরবর্ণ ছাড়া শব্দ গঠন করা যায় না।
শুধু গ লিখতেও গিইয়ক (ㄱ) এর সাথে অ (ㅓ) যুক্ত করতে হয়। যেমন:
ㄱ + ㅜ = 구 (গু)
এখানে একটি বিষয় বিশেষ ভাবে লক্ষণীয় যে ㅓ বসেছে ㄱ এর পাশে কিন্তু ㅜ বসেছে ㄱ এর নিচে।
এই পোষ্টের মাধ্যমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের পাশে এবং নিচে বসার বিষয়ে আলোচনা করবো।
লক্ষ্য করলে দেখবেন যে কোরিয়ার ভাষার সকল স্বরবর্ণ আকৃতির দিক থেকে দুই ধরনের। যথাঃ
এক. ভার্টিক্যাল বা খাড়া। যেমন ㅣ (ই)
দুই . হরিজন্টাল বা আনুভূমিক। যেমন ㅡ (ঊ)
এই ㅣ (ই) এবং ㅡ (ঊ) এর ডানে-বামে এবং উপরে -নিচে ছোট ছোট এক বা দুই টা লাইন টেনেই সকল স্বরবর্ণ তৈরি হয়েছে। যেমন
ㅣ থেকে ㅓ, ㅕ, ㅏ , ㅑ ইত্যাদি। আবার
ㅡ থেকে ㅗ, ㅛ, ㅜ, ㅠ ইত্যাদি।
ব্যঞ্জনবর্ণের সাথে যখন স্বরবর্ণ যুক্ত হয় তখন খাড়া স্বরবর্ণ গুলো ( ㅣ, ㅓ, ㅕ, ㅔ, ㅖ,ㅏ, ㅑ, ㅐ, ㅒ) ব্যঞ্জনবর্ণের পাশে বসে। যেমন
기, 거, 겨, 게, 계 , 가, 갸, 개 , 걔
এবং আনুভূমিক স্বরবর্ণ গুলো (ㅡ, ㅗ, ㅛ, ㅜ, ㅠ) ব্যঞ্জনবর্ণের নিচে বসে। যেমন
그, 고, 교, 구, 규
আবার কিছু যুক্ত স্বরবর্ণ আছে যেগুলো খাড়া এবং আনুভূমিক স্বরবর্ণ মিলে তৈরি হয়েছে (ㅗㅏ, ㅗㅐ, ㅗㅣ, ㅜㅓ, ㅜㅔ, ㅜㅣ)
এই স্বরবর্ণ গুলো ব্যঞ্জনবর্ণের সাথে ব্যবহার করার সময় আগে নিচের টা এবং পরে পাশেরটা লিখতে হয়। যেমন
ㄱ+ㅗ+ㅏ = 과 (গোয়া)
ㄱ+ㅗ+ㅐ = 괘 (গোয়্যা)
একই ভাবে 괴 (গোয়ে), 궈 (গুয়), 궤(গুয়ে), 귀 (গুই)
আশা করি বুঝতে পেরেছেন।
মজায় মজায় কোরিয়ান ভাষা শিখতে চাইলে জয়েন করুন Learn With Funs (한국어)