কোরিয়ান শব্দ গঠন-১ থেকে আমরা জেনেছি যে খাড়া স্বরবর্ণ গুলো ব্যঞ্জনবর্ণের পাশে বসে (가) এবং আনুভূমিক স্বরবর্ণ গুলো ব্যঞ্জনবর্ণের নিচে বসে (고)আজকে আমরা কোরিয়ান ভাষার শব্দাংশ বা syllable গঠনের নিয়ম শিখব। কারণ, এক বা একাধিক শব্দাংশ বা syllable মিলেই একটি…
Tag: কোরিয়ান ভাষা শিক্ষা
কোরিয়ান ভাষায় শব্দ গঠন-১
কোরিয়ান ভাষায় শব্দ গঠন: কোরিয়ান ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলে শব্দ গঠিত হয়। বাংলা ভাষাতে স্বরবর্ণ ছাড়াও শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ দিয়ে কিছু শব্দ গঠন করা যায়। যেমন বক, নয়ন ইত্যাদি। কিন্তু কোরিয়ান ভাষাতে স্বরবর্ণ ছাড়া শব্দ গঠন করা যায় না। শুধু…
কোরিয়ান বর্ণমালা
বাংলা ভাষার সাথে কোরিয়ান ভাষার অনেক মিল আছে। ফলে বাংলা ভাষাভাষীদের জন্য কোরিয়ান ভাষা শিক্ষা করা মোটামুটি সহজ বলা যায়। বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ আছে, কোরিয়ান ভাষাতেও তেমনি স্বরবর্ণ এবং ব্যাঞ্জনবর্ণ আছে। কোরিয়ান বর্ণমালা কতটি? কোরিয়ান বর্ণমালা মোট…